চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২৫–ব্যাচ এলামনাই এসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠান গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয়। এতে একক গজল পরিবেশন করেন গায়ক শাহজাহান আলী খান। তিনি একাধারে ১২–১৩ বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানি ও ভারতীয় সংগীত মহলের গজল পরিবেশন করে সংগীতমনা শ্রোতাদের মুগ্ধ করে তোলেন। এর আগেও শিল্পী শাহজাহান আলী খান পাকিস্তানি ভক্তগদের আমন্ত্রণে পাকিস্তানের করাচি, লাহোর ও রাজধানী ইসলামাবাদে গজল পরিবেশন করে বেশ খ্যাতি অর্জন করেন। একইভাবে ভারতীয় শ্রোতাদের আমন্ত্রণে বিভিন্ন স্টেজ পার্ফরম্যান্স করেন। অনুষ্ঠানে ওস্তাদ মেহেদী হাসান, গোলাম আলী খাঁ’র বেশ কিছু গজল পরিবেশন করেন এবং জাগজিৎ শিং, অনুপ জালোটা ও পঙ্কজ উদাসের বেশ কিছু গজলের সিক্যুয়েন্সে মিডলি পরিবেশন করে। চট্টগ্রাম মটেল সৈকত হোটেলের অডিটোরিয়ামে গজল অনুষ্ঠানের আয়োজন করা হয়।