চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন, ক্যারামবোর্ড ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। গত সোমবার বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) .জে.এম. সালাহউদ্দিন নাগরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ক্রীড়াবিদ ও জাতির ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সরকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই আয়োজন তারই একটি অংশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট ফরিদা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও নুরুল্লাহ নুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), চট্টগ্রাম, মো. রেজাউল কবীর, সদস্য (প্রশাসন), ভূমি সংস্কার বোর্ড (অতিরিক্ত সচিব) ও বদিউল আলম, উপভূমি সংস্কার কমিশনার (উপসচিব), চট্টগ্রাম বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধকোয়াইশ স্পায়ার ও মাদারবাড়ি শোভনীয়া কোয়ার্টার ফাইনালে
পরবর্তী নিবন্ধম্যাচসেরা ও সিরিজসেরা দুই পুরস্কারই উঠল মিরাজের হাতে