চট্টগ্রামে শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী কর্মসূচি স্থগিত

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৫৩ পূর্বাহ্ণ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে মন্ত্রিসভার সম্মতি দেওয়ার পর আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ‘চট্টগ্রামের সাধারণ ছাত্র সমাজ’। সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর ওয়াসার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান করাসহ নানা দাবিতে গত কয়েকদিন ধরে তারা নগরীর ওয়াসার মোড় ও প্রেস ক্লাব প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করছিল। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, ওমরগণি এমইএস কলেজ, হাজেরা তজু ডিগ্রি কলেজ, নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়, ইস্পাহানি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেন। খবর বিডিনিউজের। অবস্থান কর্মসূচির অন্যতম সমন্বয়ক আরিফ উদ্দীন বলেন, আমরা ধর্ষকদের শাস্তি ফাঁসির দাবিতে সপ্তাহখানেক ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছি। এই সামাজিক সমস্যা দূর করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী উনার দেওয়া কথা রেখেছেন। ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করা হবে-এই আশা রেখে আমরা চট্টলার ছাত্রসমাজ আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করি। এ সময় অবস্থান কর্মসূচির সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম সোহাগ, সাফওয়াত সানিম, নাহিদুল আলম, জামেশদুল ইসলাম, মোহাম্মদ মিসবাহ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবু মোহাম্মদ তবিবুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদীর্ঘমেয়াদে সেশনজটে চবির ১০ বিভাগ