চট্টগ্রামে শাহজাদা বেলায়েত উল্লাহ খান (রহঃ)-এর ১ম ওফাত বার্ষিকী পালিত

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ৫:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত শাহ সুফি আমানত খান (রহঃ)-এর বংশধর শাহজাদা সৈয়দ মোঃ বেলায়েত উল্লাহ খান আল হাসানী (রহঃ)-এর ১ম ওফাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার শাহ আমানত খান (রহঃ) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়ার উদ্যোগে মাজার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাজ্জাদানসীন সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ’র সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল দুস্থদের জন্য ‘ফ্রি চিকিৎসা ক্যাম্প’। বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ প্রদান করেন। বিকেলে মিলাদ মাহফিলে বক্তারা মরহুমের জীবন ও আধ্যাত্মিক দর্শনের ওপর আলোচনা করেন।

বাদ মাগরিব দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, মানবতার সেবা ও ইসলামের সুমহান আদর্শ প্রচারে মরহুম শাহজাদার অবদান চিরস্মরণীয় করে রাখতেই এই আয়োজন। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধ‘৭ ডেজ’ রেস্টুরেন্টের বাসমতি চালে ইঁদুরের বিষ্ঠা