চট্টগ্রামে শান্তিপূর্ণ সম্প্রীতির পরিবেশ বিরাজমান

মতবিনিময়ে ভারতীয় সহকারী হাই কমিশনার

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বাংলাদেশ ও ভারতীয় কৃষ্টি, আচার-অনুষ্ঠান এবং সৌহার্দপূর্ণ ভ্রাতৃত্ব্যের যে বন্ধন রয়েছে তা চিরকাল অটুট থাকবে। চট্টগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপূর্ণ সম্প্রীতির পরিবেশ বিরাজমান রয়েছে।

অতীতের ন্যায় তাঁর পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি গতকাল সোমবার নগরীর খুলশীস্থ ভারতীয় দূতাবাস কার্যালয়ে মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, অরূপ রতন চক্রবর্তী, প্রদীপ শীল, মিথুন মল্লিক, সুকান্ত মহাজন টুটুল। এসময় নেতৃবৃন্দ পূজা পরিষদের ১৪২৮ বাংলায় প্রকাশিত স্মরণিকা ‘শারদীয়া’ ডা. রাজীব রঞ্জনের হাতে প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের সাবেক পরিচালকের কারাদণ্ড, জরিমানা
পরবর্তী নিবন্ধভাটিখাইনে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন