চট্টগ্রামে শনিবার করোনা শনাক্ত ৪৬

আজাদী অনলাইন | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৩৫৭ জনে ও মৃতের সংখ্যা এক হাজার ৩৬২ জনে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ১০ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩২ জন নগরের ও ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে চারজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে একজন ও এভারকেয়ার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে
পরবর্তী নিবন্ধবান্দরবানে একই পরিবারের ৫ জনকে হত্যা, গ্রেপ্তার ২২