চট্টগ্রামে শনাক্ত ১২ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

রোববার ১ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরো ১২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। হিসেবে পরীক্ষাকৃত নমুনায় ০.৮১ শতাংশের পজেটিভ শনাক্ত হয়েছে এদিন। রোববার পর্যন্ত সবমিলিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৪২৯ জনে। আক্রান্তদের মাঝে শেষ ২৪ ঘন্টায় কোন মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এদিকে, রোববার শনাক্ত ১২ জনই মহানগরের। ১৪ উপজেলায় একজনও শনাক্ত হয়নি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবারিক বিল্ডিংয়ে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২