চট্টগ্রামে শনাক্তের হার ১৬.০২

আরও দুই মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

শুক্রবার ৯৮০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরো ১৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ১৬.০২ শতাংশের পজিটিভ শনাক্ত হয়েছে এদিন। নতুন শনাক্ত ১৫৭ জনসহ চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮৪৫ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে আরো ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আক্রান্তদের মাঝে ৬৫৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শুক্রবারের ৯৮০টিসহ এ পর্যন্ত মোট ৪ লাখ ৮৩ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৮৪৫ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১১.৫৫ শতাংশ।
নতুন ১৪৭ জনসহ এ পর্যন্ত ৪৭ হাজার ৭২৯ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৮৫.৪৬ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার চট্টগ্রামে করোনা শনাক্ত ১৫৭ জনের মধ্যে ৯১ জন মহানগরীর এবং ৬৬ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসভাপতি পদে ৪২ সাধারণ সম্পাদকে ৩৩ প্রার্থী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মেট্রোরেল করব