চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ও হার দুটোই কমেছে নতুন আক্রান্ত ৩৫

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

পর পর দুদিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ও হার দুটোই কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন বাহক শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর ১২ ল্যাবরেটরিতে গতকাল ২ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে শহরের ১২ ও নয় উপজেলার ২৩ জন। উপজেলার ২৩ জনের মধ্যে মিরসরাইয়ে ৮ জন, হাটহাজারী ও ফটিকছড়িতে ৩ জন করে, রাউজান, সীতাকুণ্ড ও বাঁশখালীতে ২ জন করে এবং আনোয়ারা, পটিয়া ও বোয়ালখালীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৫৯ জনে। এর মধ্যে শহরের ৯১ হাজার ৮২৪ এবং গ্রামের ৩৪ হাজার ৪৩৫ জন।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির গণটিকার আয়োজন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় জেলা পরিষদের অনুদান