চট্টগ্রামের পতেঙ্গায় মুসলিমাবাদ জেলেপাড়া ঘাট সংলগ্ন মেইন রোডে লড়ির ধাক্কায় মনির উদ্দিন মঈনুদ্দিন (২৪) নামে এক যুবক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মনির উদ্দিনের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা পশ্চিম পাড়ায়। তিনি মৃত বদিউল আলম ও ফরিদা বেগমের ছেলে। ঘটনার দিন তিনি এপি মুসলিমাবাদ জেলেপাড়া এলাকার খুরশিদা ভিলায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মনির উদ্দিন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক লরিটি জব্দ ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে পতেঙ্গা থানা পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জেলেপাড়ায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা রাস্তায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।











