চট্টগ্রামে লরির চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

| বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম শহরের উত্তর কাট্টলী এলাকায় কনটেইনার লরির চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী একে খাঁন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ডিউটি অফিসার আখতারুজ্জামান সোহাগ।

নিহত আবু বক্কর সিদ্দিক পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকার আসলাম কমিশনারের বাড়ির ইউনুস মিয়ার ছেলে।তিনি থার্ড পার্টির চুক্তির আওতায় টার্মিনাল এলাকায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বিকেলে ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেডের কনটেইনার লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিক আবু বক্কর ছিদ্দিকের।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার এসআই জসিম উদ্দিন বলেন, লরির চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে সব ইটভাটা বন্ধ, ১৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসহকর্মীকে ধর্ষ‌ণ চেষ্টার অ‌ভিযোগে আটক সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা