চট্টগ্রামে রোববার করোনায় আক্রান্ত ২০৬

আজাদী অনলাইন | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২২টি নমুনা পরীক্ষা করে ২০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৬ শতাংশ। এদিন করোনায় মারা যায়নি কেউ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্ত ১৬৯ জন মহানগর এলাকার ও ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ২০৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৩৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ১৬৯ জন। এ ছাড়া মোট মারা গেছেন ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধরুশ কূটনীতিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধএইচএসসি ফল দেখবেন যেভাবে