পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তার্কিশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় চট্টগ্রামে ৩ হাজার ৭৪০ অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার ও বিজিএমইএ ফোরামের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে গত রবি ও সোমবার এসব মাংস বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সিটি মেয়র ও চট্টগ্রাম রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এম রেজাউল করিম চৌধুরী, সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডা. শেখ শফিউল আজম, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার, তার্কিশ রেড ক্রিসেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইসমেত দরমোশ, ইস্তানবুল উমরানিয়ে ইউনিটের হেড এরগুল জেমালি, তার্কিশ রেড ক্রিসেন্ট বাংলাদেশের হেড অফ ডেলিগেশন হালিম সেরতাজ আচিজি, সিস্টেম ডেলিগেট নাজি দেমিরেলসহ প্রতিনিধিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।