রাশিয়ার একটি নৌবহর চট্টগ্রাম বন্দরে এসেছে। গতকাল তিনটি যুদ্ধজাহাজের বহরটি চট্টগ্রাম বন্দরের সিসিটি–২ জেটিতে নোঙর করেছে। গত ৫০ বছরে এই প্রথম কোনো রুশ যুদ্ধ জাহাজ বাংলাদেশের বন্দরে এলো।
সূত্র জানিয়েছে, ৫০ বছর আগে ১৯৭২ সালে মাইন অপসারণ অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দরে এসেছিল রুশ নৌবহর। ওইসময় যুদ্ধবিধ্বস্ত চট্টগ্রাম বন্দর চালু করার ক্ষেত্রে রুশ নাবিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। চট্টগ্রাম বন্দরে ‘মাইন ক্লিয়ারিং অপারেশন’ নামে একটি অভিযান চালানো হয়। অপারেশনটি ১৯৭২ সালের এপ্রিলে শুরু হয়ে ১৯৭৪ সালের জুন পর্যন্ত চলে।
চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান গতরাতে দৈনিক আজাদীকে বলেন, রুশ নাবিকরা আবারও চট্টগ্রাম বন্দরে এসেছেন। তবে এবার তারা কোনো অপারেশেনে নয়, প্রীতি সফরে এসেছেন। এটি প্রমাণ করে যে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বর্তমানে খুব ভালো পর্যায়ে রয়েছে। তিনি জানান, প্যাসিফিক ফ্লিট নামে নতুন এই নৌবহরে অ্যাডমিরাল ট্রাইবাটস ও অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ও পেচেঙ্গা নামে একটি ট্যাঙ্কার জাহাজ রয়েছে।











