হযরত শাহ সুফিমান রহমাতুল্লাহি’র দরবার রামপুর শরীফের পীর আতিকুল্লাহ খানকে স্বাগত জানান আমানত শাহ দরবারের আওলাদগণ ও মোতয়াল্লীবৃন্দ। উপস্থিত ছিলেন শাহজাদা জিয়াউদ্দিন খান, শাহজাদা ইজাজউদ্দিন খান, শাহজাদা পারেস খান। এই সময় পীর আল্লামা আতিকুল্লাহ খান মুজাদ্দেদী বলেন, এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন ওলী– আউলিয়াগণ, তাদের রেখে যাওয়া পথেই আমাদের অগ্রসর হতে হবে। আমানত শাহ মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










