রানার ফ্রেন্ডশিপ শ্যুটিং প্রতিযোগিতা গতকাল মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে সম্পন্ন হয়েছে। ২০১৭ সালের পর এবার এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল রানার অটোমোবাইল লিঃ। টুর্নামেন্টে ক্লাব শ্যুটার, পুলিশ অফিসার (মহিলা) এবং পুলিশ অফিসার (পুরুষ) এই তিন ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ক্লাবের বর্তমান সভাপতি এবং পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম স্থান অধিকার করেন। পরে ক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করার জন্য রানার অটোমোবাইল লিঃ কে ধন্যবাদ জানান। পাশাপাশি ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য যেকোন ধরনের উদ্যোগকে স্বাগত জানান। আগামী মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে আরো একটি টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের রয়েছে গৌরবময় ইতিহাস। ১৯৮৪ সালে এই ক্লাব প্রতিষ্ঠার পর অতি স্বল্প সময়ে তিনবার জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এছাড়া ১৯৯০ সালে এই ক্লাবের শ্যুটার আতিকুর রহমান কমনওয়েলথ গেমস শ্যুটিংয়ে স্বর্ণ পদক লাভ করেন। পরবর্তীতে ক্লাবের শ্যুটার সাবরিনা সুলতানাও স্বর্ণ পদক লাভ করেন। এই ক্লাবের শ্যুটাররা দেশে-বিদেশে নানা প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়।