চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি কনটেইনার ডিপোতে অভিযান চালিয়ে ৪টি কনটেইনারে ৪২ মেট্রিকটন রফতানি নিষিদ্ধ সুগন্ধী চাল জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বন্দর সংযোগ সড়কে মেসার্স এছাক ব্রাদার্স ডিপো লিমিটেডে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি পৃথক চালানে কারখানায় উৎপাদিত বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবার রফতানির ঘোষণা দিয়েছিলেন অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কিন্তু ৪টি কনটেইনারটি খুলে সেখানে পাওয়া গেছে ৪২ মেট্রিকটন কুইন ব্র্যান্ডের কালিজিরা সুগন্ধী চাল।
এর মধ্যে একটি চালানের পণ্য সিঙ্গাপুরে এবং আরেকটি সৌদিআরবে রফতানির জন্য অভিজাত ফুডসের মনোনীত সিএন্ডএফ প্রতিষ্ঠান এন আর এন্টারপ্রাইজ কাস্টমসে শুল্কায়ন সম্পন্ন করে ছিলো বলে নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোছাম্মৎ আয়েশা সিদ্দিকা বলেন, ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুটি রফতানি পণ্যচালান স্থগিত করে ৪টি কনটেইনারের ৪২ মেট্রিকটন রফতানি নিষিদ্ধ সুগন্ধী চাল জব্দ করা হয়।