চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রামস্থ রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে ৫২তম রংপুর মেডিকেল কলেজ ডে পালিত হয়েছে। ৭০ দশকের প্রথম ব্যাচের ছাত্র ডা. সুবাস চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে গত ১ এপ্রিল অনুষ্ঠিত স্মৃতিচারণ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সভার প্রধান অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার অধ্যাপক ডা. মুজিবুল হক খান, বিশেষ অতিথি ছিলেন ডা. ফয়সল ইকবাল চৌধুরী। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক তারিক আল নাসির, অধ্যাপক ঝুলন শর্মা, অধ্যাপক শিব শংকর সাহা, অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানীসহ কলেজের শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী স্মৃতিচারণ পর্বে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।