চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে মহানগর যুবলীগ নেতা মো. এরশাদ আলম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ ডিসেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন শংকর দেওয়ানজীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. এরশাদ আলম (৪০) উত্তর চান্দগাঁও বেপারি পাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। তিনি চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।