চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। কেন্দ্র ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগের, ২৯ মে উত্তর জেলা যুবলীগের এবং ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পৃথক তিন চিঠিতে চট্টগ্রামের যুবলীগের তিন ইউনিটের সভাপতি–সাধারণ সম্পাদকদের তারিখ অনুযায়ী সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পৃথক ওই তিন চিঠিতে বলা হয় ‘প্রিয় সহযোদ্ধাবৃন্দ, সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃক্সখল সংগঠন। এই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে চট্টগ্রাম মহানগর শাখা যুবলীগের ত্রি–বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক যুবলীগের ত্রি–বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এর আগে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের নতুন কমিটির জন্য সভাপতি–সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় দপ্তরে জীবনবৃত্তান্ত জমা নিয়েছিল। গত ২৬ মার্চ কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নেয়া হয়। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ১৮১ জন প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। মহানগর যুবলীগের সভাপতি পদে ৩৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৭৩ জন, উত্তর জেলা যুবলীগের সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন এবং দক্ষিণ জেলার সভাপতি পদে ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এখান থেকেই যাচাই–বাছাই করে আগামী সম্মেলনে চট্টগ্রামের তিন ইউনিটে যুবলীগের সভাপতি–সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।