চট্টগ্রাম নগরের কাজির দেউরী এলাকার নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কাযালয়ে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে দক্ষিণ জেলা ছাত্রদলের রবি, উত্তর জেলা ছাত্রদলের তকিবুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
তাদের মধ্যে রবি গুরুতর আহত হন।
এদিকে সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ে বিএনপি নেতাদের একটি সংবাদ সম্মেলন চলছিলো। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ সিনিয়র নেতৃবৃন্দ।