চট্টগ্রামে যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অজ্ঞাত নামা এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পলিথিন মোড়ানো লাশের খণ্ডবিখণ্ড এসব অংশ উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত ওই যুবকের দেহের বাকি অংশ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। যুবকটির দুই ও পায়ের রগ কাটা ছিল।

দুটি পা ও দুটি হাত উদ্ধার করার বিষয়টি বায়েজিদ থানার ওসি জাহিদুল কবীর আজ পৌনে ১০ টার দিকে নিশ্চিত করেছেন। তবে থানা এলাকার ঠিক কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে তা তিনি জানায়নি। অবশ্য বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, হত্যার শিকার যুবকের বাড়ি চট্টগ্রামের রাউজানে। উদ্ধার করা হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পুলিশ এই তথ্য নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।

পূর্ববর্তী নিবন্ধভোটকেন্দ্র দখল করতে গেলে পরিবার থেকে বিদায় নিয়ে আসবেন : চট্টগ্রামে জামায়াত নেতা
পরবর্তী নিবন্ধপিতা-পুত্র এক মঞ্চে : খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মীর হেলালের প্রচারণা শুরু