চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের এক যাত্রীর কাছ থেকে তালা ও ব্যাটারিতে লুকানো অবস্থায় থাকা দেড় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এ সময় আটক করা হয়েছে ওই যাত্রীকে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, দুবাই থেকে সকালে আসা এফজেড-০৫৬৩ ফ্লাইটটি ৯টা ৪৮ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার ৬১৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, যাত্রীটি বড় একটি তালার ভিতরে এবং ইলেকট্রনিক চার্জিং লাইটের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির ভিতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণগুলো লুকিয়ে এনেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।