নগরীর ওয়াসা সার্কেলে মস রোজ হাইটস-এ যাত্রা শুরু করলো প্রিমিয়াম বেক প্রোডাক্টস এন্ড সুইটস ‘লা বেকহাউস। গতকাল বৃহস্পতিবার লা বেকহাউস তাদের নিজস্ব ব্র্যান্ডের বেকারি পণ্য উৎপাদন ও বিপণনের বিস্তৃত কার্যক্রম সূচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, বিএসআরএম স্টিলের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী, চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান, র্যাংকস এফসি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহাম্মেদ,এলিট পেইন্টের চেয়ারম্যান সেলিম আহাম্মেদ, র্যাংকস এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন। উপস্থিত ছিলেন লা বেকহাউসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আতাউল, পরিচালক সাজির আহাম্মেদ প্রমুখ। লা বেকহাউসের ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন জানান, নগরবাসীর সর্বোচ্চ মানের বেকারি পণ্য, কেক ও সুইটসের চাহিদা পূরণে লা ব্যাকহাউস কার্যক্রম শুরু করেছে। নিজস্ব আন্তর্জাতিক মানের সর্বাধুনিক কারখানায় সর্বোচ্চ বিশুদ্ধতা সুনিশ্চিত করেই লা বেক হাউস পণ্য উৎপাদন করে। প্রেস বিজ্ঞপ্তি।