চট্টগ্রামে মোট ভোটার ৬৫ লাখ ৫৭ হাজার ২২৫ জন

খসড়া ভোটার তালিকা প্রকাশ নতুন হয়েছেন ৮৭ হাজার ৩৬৩ জন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় নতুন করে ভোটার হয়েছেন ৮৭ হাজার ৩৬৩ জন। এরমধ্যে চট্টগ্রাম মহানগরীতে নতুন ভোটার হয়েছেন ১৫ হাজার ৬৪৪ জন। চট্টগ্রামের ১৫ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৭১ হাজার ৭১৯ জন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে পুরুষ ৬০ হাজার ৫৩, নারী ২৭ হাজার ৩০৮ এবং ২ জন হিজড়া নতুন করে ভোটার হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৭ হাজার ২২৫ জন। এরমধ্যে চট্টগ্রাম মহানগরীতে ভোটার সংখ্যা ১৯ লাখ ৯২ হাজার ৭৮৭জন। জেলার ১৫ উপজেলায় ভোটার সংখ্যা ৪৫ লাখ ৬৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৫৩ হাজার ৯৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৪ হাজার ৬৯ জন নারী। চট্টগ্রামে এবার নতুন দুইজন মিলে হিজড়া ভোটার ৬০ জনে দাঁড়িয়েছে।

গতকাল ২ জানুয়ারি সারাদেশের মত চট্টগ্রামেও জেলা নির্বাচন অফিস চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় নতুন ভোটারদের নিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।

তথ্যগুলো নিশ্চিত করে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ ভোটাররা অফিসে এসে ভোটার হয়েছেন গত এক বছরে। শেষ হালনাগাদে এক বছরে চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৮৭ হাজার ৩৬৩ ভোটার বেড়েছে।

তথ্য অনুযায়ী, পাঁচলাইশে পুরুষ ১ হাজার ৯৫৫ জন ও নারী ১ হাজার ৩৮১ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন, চান্দগাঁওয়ে পুরুষ ১ হাজার ৫৮৫ জন ও নারী ৯৮০ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮২৬ জন, কোতোয়ালীতে পুরুষ ১ হাজার ২১ জন ও নারী ১ হাজার ১০৬ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ১৫৮ জন, ডবলমুরিংয়ে পুরুষ ১ হাজার ৭৮৯ জন ও নারী ১ হাজার ৪০৩ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৩২৫ জন, পাহাড়তলীতে পুরুষ ১ হাজার ২৩৯ জন ও নারী ৯০২ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৮৮২ জন, বন্দরে পুরুষ ১ হাজার ৩২৯ জন ও নারী ৯০২ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৭১০ জন, মীরসরাইয়ে পুরুষ ৩ হাজার ৯০৫ জন ও নারী ১ হাজার ৫৮৯ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৭৭ হাজার ৭৫১ জন, সীতাকুণ্ডে পুরুষ ২ হাজার ৫৪৪ জন ও নারী ১ হাজার ৩৮২ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৫৯৭ জন, সন্দ্বীপে পুরুষ ৩ হাজার ৫২ জন ও নারী ১ হাজার ৫৪১ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৪৪৬ জন, ফটিকছড়ি পুরুষ ৩ হাজার ৯৪৬ জন ও নারী ২ হাজার ৫ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৬০৬ জন, হাটহাজারীতে পুরুষ ৪ হাজার ৯৮৬ জন ও নারী ১ হাজার ৭৯০ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৭০ জন, রাউজানে পুরুষ ৩ হাজার ৯৮৮ জন ও নারী ১ হাজার ৭৪০ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ১৯ জন, রাঙ্গুনিয়ায় পুরুষ ৩ হাজার ৩০৩ জন ও নারী ১ হাজার ২১১ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন, বোয়ালখালীতে পুরুষ ২ হাজার ৩১৪ জন ও নারী ১ হাজার ২২ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৩৯ জন, পটিয়ায় পুরুষ ৩ হাজার ৩৬২ জন, নারী ১ হাজার ৬১২ জন ও হিজড়া ১ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৬৮৫ জন, কর্ণফুলীতে পুরুষ ১ হাজার ২৩৩ জন ও নারী ৫৫৬ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৬২৬ জন, আনোয়ারায় পুরুষ ২ হাজার ৬৩৪ জন ও নারী ১ হাজার ১১৫ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৩১১ জন, চন্দনাইশে পুরুষ ২ হাজার ৭৬ জন ও নারী ৭৯৭ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৯০১ জন, সাতকানিয়ায় পুরুষ ৫ হাজার ৮০৩ জন ও নারী ১ হাজার ৮২০ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৮৫১ জন, লোহাগাড়ায় পুরুষ ২ হাজার ৯১৭ জন ও নারী ৬৪০ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৪২৫ জন এবং বাঁশখালীতে পুরুষ ৫ হাজার ৭২ জন ও নারী ১ হাজার ৭৬২ জন নতুন ভোটার হওয়ার মাধ্যমে মোট ভোটার হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধচিন্ময়ের জামিন নামঞ্জুর