চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা নষ্ট শুরু

আজাদী অনলাইন | বুধবার , ১১ মে, ২০২২ at ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ প্রায় ১ হাজার সিএনজি অটোরিকশা নষ্ট করার কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে আজ বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ২০০৫ সালে তৈরি করা সিএনজি অটোরিকশাগুলো নষ্ট করা হচ্ছে।

চট্টগ্রাম বিআরটিএ’র সহকারী পরিচালক (প্রকৌশলী) বেগম রায়হানা আক্তার উথী দৈনিক আজাদীকে জানান, আজ বুধবার প্রথম দিনে ৩০৫টির মতো অটোরিকশা নষ্ট করা হবে। এবং আগামী ১৩ মে পর্যন্ত ২০০৫ সালের মোট ১০০৫টি অটোরিকশা নষ্ট করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত
পরবর্তী নিবন্ধলোহাগাড়া এসিল্যান্ডের ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি