চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ বিস্কুটে নতুন স্টিকার, জরিমানা

| সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৮:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামে মেয়াদ থাকা অবস্থায় প্যাকেটজাত পাউরুটির মধ্যে ছত্রাক এবং মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেটে উপরে নতুন স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগ ‘নিউ মডেল ফুড’ নামক বেকারি (প্রস্তুতকারক) প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার।

আজ সোমবার (৪ নভেম্বর) নগরীর মধ্যম হালিশহর এলাকায় বিভিন্ন উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয়।

অভিযানে ছিলেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো: আনিছুর রহমান, রানা দেবনাথ। সাথে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

অভিযানে নিউ মডেল ফুড নামক ওই বেকারিকে জরিমানার পাশাপাশি নির্ধারিত মূল্য কেটে অধিক মূল্যে ওষুধ বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় “খান মেডিকেল হল”কে ১০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দধি বিক্রয় ও বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে ‘ক্যাফে আম্মাজান’ নামক এক রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় “স্বপ্ন নীল স্টোর”কে ৪ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, ভোক্তাধিকার নিয়মিত বাজার তদারকি অংশ হিসাবে আজকে এই অভিযান। বিভিন্ন অপরাধের জন্য ৪টি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল দুইজনের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ২