চট্টগ্রামে বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৯। গতকাল রাত আটটা ২৬ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে অনেকে ছোটাছুটি করেন। তবে নগরী ও জেলায় এখনো ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪০৯ কিলোমিটার।