চট্টগ্রামে মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৪

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ৯:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১ হাজার ৪৭১ টি নমুনা পরীক্ষা হয়। নতুন শনাক্ত ৪ জনের জনের মধ্যে নগরীর ৩ জন এবং চন্দনাইশ উপজেলার এক জন। সিভিল সার্জন অফিস জানায়, চট্টগ্রামে শনাক্তের হারে এটি সর্বনিম্ন। তবে গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি।
চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ দুই হাজার ৭৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৭৩ হাজার ৮৮১ জন, বাকি ২৮ হাজার ১৯৭ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে, শনাক্তদের মধ্যে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন নগরীর বাসিন্দা, আর বিভিন্ন উপজেলার বাসিন্দা ৫৯৩ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, আনোয়ারা, বোয়ালখালী, ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

পূর্ববর্তী নিবন্ধ১০ মিনিটের ব্যবধানে প্রেমিক প্রেমিকার আত্মহত্যা
পরবর্তী নিবন্ধমাগুরায় নির্বাচনী সংঘাতে নিহত ৪