চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১০ জন

আজাদী অনলাইন | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:১৫ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। এইদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার (২৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্ত হওয়া ১০ জনের মধ্যে ৪ জন মহানগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।-বাংলানিউজ

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৮২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৪২ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৪০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩২১ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৬০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধ৪০ লাখ ৭০ হাজার টাকার ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধপীরগঞ্জের ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর অপচেষ্টা ব্যর্থ : তথ্যমন্ত্রী