চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১

আজাদী অনলাইন | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮১৩টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৯৯২ জন। এসময়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (৯ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন ১০টি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪৫টি নমুনা পরীক্ষা করে ৫ জন, সিভাসু ল্যাবে ১৫৬টি নমুনার মধ্যে ৯ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬৬টি নমুনার মধ্যে ১ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪০টি নমুনার মধ্যে ২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি নমুনার মধ্যে ১ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।-বাংলানিউজ

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ২টি নমুনা, শেভরণ ল্যাবে ৫৬৪টি, ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। এদিন চবি ল্যাব, চমেক ল্যাব, আরটিআরএল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। অ্যান্টিজেন টেস্টও করা হয়নি। করোনা আক্রান্তদের মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৯২ জন। মোট ১ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচরতি ইউনিয়নে উন্নয়ন কাজ উদ্বোধনে সাংসদ নদভী
পরবর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বড় চালান আটক