চট্টগ্রামে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা সুমন গ্রেপ্তার

| মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মহানগর নেতা মো. সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর চৌধুরীহাট এলাকার সন্দ্বীপ কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মো. সুমন দীর্ঘদিন ধরে হাটহাজারী এলাকায় আত্মগোপন করে আছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারী থানায় মোট ১৪টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৯ এপ্রিল ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, ২৮ জুলাই দুপুরে আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-৭ এর একটি বিশেষ দল সন্দ্বীপ কলোনি এলাকায় অভিযান চালায় এবং সুমনকে আটক করে। তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া সুমন (৪২) চট্টগ্রামের হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনি এলাকার বাসিন্দা মো. মজিবুল হকের ছেলে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মো. সুমন একজন পলাতক সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা হিসেবে পরিচয় ছিলো বলে জেনেছি দীর্ঘদিন ধরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

তিনি আরও বলেন, “সুমনের গ্রেপ্তারের পর তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধজাগ্রত যুব তরুণ সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত