চট্টগ্রামে মাসব্যাপী আয়কর তথ্য ও সেবা কার্যক্রম উদ্বোধন

হচ্ছে না মেলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

চলতি বছর বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে হচ্ছে না আয়কর মেলা। তবে মেলা না হলেও মেলার আদলে মাসব্যাপী আয়কর তথ্য ও সেবা কার্যক্রম শুরু করেছে আয়কর বিভাগ। গতকাল চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর চট্টগ্রাম অফিসে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুক। তিনি বলেন, করোনার জন্য আয়কর মেলা না হলেও স্বাস্থ্যবিধি মেনেই এ কার্যক্রমে মেলার মতই প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন গ্রহণ এবং প্রাপ্তি স্বীকারপত্র প্রদান সংক্রান্ত সেবা প্রদান করা হবে। জরিমানা, শেষ সময়ের ভিড় ও করোনাঝুঁকি এড়াতে সকল টিআইএনধারী করদাতাদের ৩০ নভেম্বরের পূর্বেই রিটার্ন দাখিল করার অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার ও আয়কর তথ্য সেবা কার্যক্রমের আহ্বায়ক মো. মাহমুদুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর অঞ্চল-৪ এর যুগ্ম কমিশনার ফরিদ আহমেদ, উপ-কমিশনার সাইফুল ইসলাম, নাজমুর নাহার, এ কে এম শামসুল আলম ও পাইম্রাউ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধদর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো বাঁশখালী ইকোপার্ক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে যুবলীগ কর্মী খুনের ঘটনায় ১০ আসামি কারাগারে