চট্টগ্রামে অজ্ঞাত কারনে মাদ্রাসার বাথরুমে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে এক মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঐ মাদ্রাসার ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক ছাত্রটিকে মৃত ঘোষণা করেন।
মৃত ঐ ছাত্রের নাম মিজবাহ উদ্দিন জিহান (১৫), সে চট্টগ্রাম নগরের বায়েজীদ অক্সিজেন মোড়স্থ আলী বিন আবি তারিফ (রাঃ) ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। জিহান চট্টগ্রাম সাতকানিয়া আমিলাইশ উনুকুল এলাকার মোঃ শফিকুল ইসলাম ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, শিশুটিকে মেডিকেলে আনেন মাদ্রাসা শিক্ষক আনিছুর রহমান। তার মৌখিক ভাষ্যমতে অজ্ঞাত কারনে মাদ্রাসার বাথরুমে গামছা দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করলে, এমতাবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসেন ঐ মাদ্রাসার শিক্ষক।
পরে এএসআই মোস্তফার সহায়তায় কর্তব্যরত ডাক্তারের শরণাপন্ন হলে চিকিৎসক ছাত্রটিকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ ইমারজেন্সি লাশঘরে রাখা হয়।
ছাত্রটি কেন আত্মহত্যা করেছে, কিভাবে তাকে পাওয়া গেছে এসব বিষয়ে জানতে মাদ্রাসার ছাত্রকে আনায়ন করা মাদ্রাসা শিক্ষক আনিছুর রহমানের মোবাইলে একাধিক ফোন করে তার মোবাইল বন্ধ পাওয় যায়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।