চট্টগ্রামে মাদক মামলায় মোঃ এমরানুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ মাদক কারবারির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাসশ্রম কারাদণ্ড ঘোষণা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ ০৪ আদালত।
দণ্ডপ্রাপ্ত মোঃ এমরানুল ইসলাম কক্সবাজার পেকুয়া বারবাকিয়ার ফাসিয়াখালী এলাকার রফিকুল ইসলাম ছেলে। ২০২০ সালে বায়েজিদ এলাকায় মাদকসহ গ্রেফতার হয় সে।
আদালত সূত্রে জানা যায়, বায়েজিদ থানার মামলা নং- ০৮(০৯)২০, জি আর ৩৬৩/২০২০, দায়রা মামলা নং-৩৮৪৫/২০২১ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(গ) ধারায় ঐ মাদক কারবারির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড ঘোষণা করেন আদালত।
মহানগর পিপি আবদুর রশীদ বলেন, দীর্ঘ শুনানি শেষে এমরানুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত।