চট্টগ্রামে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক, বোট জব্দ

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৩:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় চারটি দেশীয় অস্ত্র ও তিন হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের মোহনা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

আটকৃত দুইজন হলেন – চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোঃ ওয়াহিদ হেলাল (২৮) এবং জুনাইদুল ইসলাম সামী (২৬)। তাদের বিরুদ্ধে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন চ্যানেলের মোহনা এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের বোটসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র এবং তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কোস্ট গার্ড দুইজনকে আটক করে থানায় দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ক্ষেত থেকে হোটেল কর্মচারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজয় বাংলা স্লোগান দিয়ে বান্দরবানে বিএনপি অফিস ভাংচুর