চট্টগ্রামে মাদকের রাজত্ব, প্রশাসনের সুদৃষ্টি কামনা

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

সরকার পতনের পর চট্টগ্রামে দ্বিগুণ হারে বেড়েছে মাদকের দৌরাত্ম্যে। অলিগলি, ফাঁকফোঁকরে গড়ে ওঠেছে একেকটা আস্তানা। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক শিথীলতা ও আইনের অপ্রয়োগ এর সুযোগে মাদকচক্র হয়ে ওঠেছে অধিকতর সক্রিয়। রাতের আঁধার ডিঙিয়ে ভোরেও যেন প্রতিটি অলিগলি ব্যবসায় জমজমাট। নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় গড়ে তুলেছে মাদকের কারবারি। এতে কিছু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। ইয়াবা, গাঁজা, মদ, ফেনসিডিল, কোকেন, আফিম, হিরোইন, আইস এর রমরমা ব্যবসা। রাত হলে অলিগলি পেরিয়ে রেলস্টেশন, নদীর পাড়, সাগর পাড়, বাস স্টেশন, নগরীর বিভিন্ন মোড়, রাস্তার ধার, গ্যারেজেও চলে এই মাদক ব্যবসা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা টার্গেট করছে তরুণ শিশুদের, পতিতালয়ের দালালদের এবং পতিতালয়ের নারীদের। থানায় অভিযোগ করলেও মিলছে না কার্যকর পদক্ষেপ। এখনই ব্যবস্থা না নিলে তরুণরা এগিয়ে যাবে ধ্বংসের দিকে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী,

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধজ্যোতিরিন্দ্র নন্দী : মননশীল ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধপৃথিবীর পথে