চট্টগ্রামে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে চাঁদনী আক্তার (২৩) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে মধ্য হালিশহরের বাকের আলি ফকিরের টেক এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত চাঁদনী একটি পোশাক কারাখানায় কাজ করতেন। স্বামী সবুজ খন্দকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার কারণে পারিবারিক কলহে লিপ্ত ছিলেন।

স্বজনদের তথ্য অনুযায়ী, কিছুদিন আগে চাঁদনীকে নির্যাতনের পরে তিনি আশ্রয় নেন নিলাচল আবাসিক এলাকার আক্কাস কলোনিতে তার মামার বাসায়।

আজ চাকরি শেষে বিকেলে তিনি মামার বাসায় ফেরার পথে স্বামী সবুজ তার ওপর এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদনীর মৃত্যু হয়।

নিহতের বোন কাজল আক্তার জানান, চাঁদনী বহুবার নির্যাতনের শিকার হয়েছেন। সবুজকে সংশোধনের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

চাঁদনীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য না দিলেও পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ভুয়া ‘এনএসআই’ সদস্য আটক