চট্টগ্রামে মাঠকর্মীদের পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক কর্মশালা

| বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

আগ্রাবাদস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভা কক্ষে চট্টগ্রামে নবনিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্ব গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। গত সোমবার কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এল.) মো. আবু রায়হান দোলন।

পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রামের সহকারী পরিচালক (সিসি) ডা. ছেহেলী নার্গিস ও সহকারী পরিচালক (সাধারণ) মো. নাজমুল হাসান। কর্মশালার প্রথম পর্বে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন থানার ওয়ার্ড পর্যায়ে নবনিয়োগ প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও আয়াগণ অংশ নেন।

এবার চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, নগরীর ডবলমুরিং ও পাঁচলাইশ থানার বিভিন্ন ওয়ার্ডে এবার ২০০ জন পরিবার পরিকল্পনা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। তম্মধ্যে পরিবার কল্যাণ সহকারী ১৩২ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ৩০ জন, পরিবার পরিকল্পনা সহকারী ৫ জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ১১ জন ও আয়া ২২ জন। কর্মশালায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় পরিবার কল্যাণ সেবা অনেক দুর এগিয়ে গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবার পরিকল্পনা সংক্রান্ত সরকারী সেবা আরও দৃশ্যমান করতে সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে। মাত্র ৯০ টাকার বিনিময়ে তারা অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়োগ পেয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা প্রত্যেকে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে সরকার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ও বাঁশখালীর ২২ বীর মুক্তিযোদ্ধা পেলেন বীর নিবাস
পরবর্তী নিবন্ধনাজিরহাটে আঞ্জুমানে আশেকানে মদিনার মাহফিল কাল