চট্টগ্রামে মাঝারি ভূমিকম্প

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটারস্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এ ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কেন্দ্রীয় আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী আবহাওয়াবিদ আলী আকবর জানান, ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার উত্তর উত্তর-পূর্ব দিকে প্রতিবেশি রাষ্ট্র ভারতের আসাম রাজ্যের ডাকিয়াঝুলি নামক স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটি ঢাকা থেকে ভূমিস্থল ২৬.৮১ ডিগ্রি উত্তর এবং ৯২.৪৮ ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত। এটি একটি মাঝারি মানের ভূমিকম্প। রিখটার স্কেলে ৬.০ মাত্রা রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব ঘোষণা ছাড়াই কর্মবিরতি, বৈঠকের পরও অনড় ইন্টার্ন চিকিৎসকরা
পরবর্তী নিবন্ধদেশেই উৎপাদন হবে চীন-রাশিয়ার টিকা