চট্টগ্রামে মনোনয়ন ফরম নিলেন আরো ২২ প্রার্থী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে গতকাল বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ও স্বতন্ত্রসহ ২২ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এরমধ্যে আছেন বিএনপি ১০জন, জামায়াতে ইসলাম ১জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১ জন, বাংলাদেশ লেবার পার্টি ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ১ জন এবং স্বতন্ত্র ৩ জন। এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের ১৬ আসনে মোট ৬৮ জন প্রার্থী।

বিএনপির যারা মনোনয়ন নিয়েছেন: চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসনে গতকাল রিটার্নিং অফিসরের কার্যালয় থেকে বিএনপির মনোনয়ন নিয়েছেন সরওয়ার জামাল নিজাম। একই আসন থেকে গতকাল বিএনপির আরও দুই প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেনহেলাল উদ্দিন এবং মো. আলী আব্বাস। চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। এদিকে চট্টগ্রাম৮ বোয়ালখালীচান্দগাঁও আসন থেকে গতকাল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. মহিবুল ইসলাম, এদিকে চট্টগ্রাম৯ কোতোয়ালী আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিপ্লব দে। চট্টগ্রাম১ মীরসরাই আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়েছেন নুরুল আমিন এবং জিয়াদ আমিন খান। চট্টগ্রাম২ ফটিকছড়ি আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়েছেন আলহাজ্ব ছালাহ উদ্দিন এবং চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসন থেকে মনোনয়ন নিয়েছেন মো. তরিকুল আলম।

জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন নিয়েছেন : চট্টগ্রাম১ মীরসরাই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ ছাইফুর রহমান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন নিলেন যারা : চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন নিয়েছেন জোবাইরুল আলম এবং চট্টগ্রাম১৫ লোহাগাড়াসাতকানিয়া আসন থেকে মনোনয়ন নিয়েছেন আবদুল মাবুদ সৈয়দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন নিয়েছেন: চট্টগ্রাম১০ ডবলমুরিংহালিশহরপাহাড়তলী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন নিয়েছেন মুহাম্মদ জান্নাতুল ইসলাম। চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. নুর উদ্দিন।

চট্টগ্রাম৯ কোতোয়ালী আসন থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ মনোনয়ন ফরম সংগ্রহ নিয়েছেন। এছাড়াও চট্টগ্রাম৫ হাটহাজারী আসন থেকে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম৮ বোয়ালখালীচান্দগাঁও আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম১২ পটিয়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন ২ জন; তারা হলেনমুহাম্মদ শাখাওয়াত হোসাইন ও সাইফুদ্দীন সালাম। চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন মির দোস্ত মোহাম্মদ খাঁন।

পূর্ববর্তী নিবন্ধযাত্রী সেজে টেক্সি ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে আটক ছিনতাইকারী
পরবর্তী নিবন্ধইটভাটার মাটিকাটার গর্তে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু