চট্টগ্রামে মনোনয়ন নিলেন আরও ৩১ প্রার্থী

চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র গাজী মোহাম্মদ শাহজাহান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের দিন যতই ঘনিয়ে আসছে চট্টগ্রামে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ দিনদিন ততই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার গতকাল দ্বাদশ দিনে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা। চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল পর্যন্ত নেয়া মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, এসসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশসহ অন্যান্য দলের ১০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে দলের ঘোষিত প্রার্থীর বাইরে গিয়ে চট্টগ্রামের বেশ কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছেন পটিয়া আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ্‌ আজাদীকে জানান, আজকে (গতকাল মঙ্গলবার ) বিভাগীয় কমিশনার ও তাঁর সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদিকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম(হাটহাজারী উপজেলা ও নগরীর ১, ২ নম্বর ওয়ার্ড) আসন থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ব্যারিস্টর আনিসুল ইসলাম মাহমুদ, আলাউদ্দিন, চট্টগ্রাম(বোয়ালখালী উপজেলা, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক, চট্টগ্রাম(কোতোয়ালী, বাকলিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, নাগরিক ঐক্যের প্রার্থী মো. নুরুল আবছার মজুমদার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ নঈম উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে আবদুল মোমেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. হোমায়েদ রাশেদ, আমার বাংলাদেশ পার্টির মুহাম্মদ ছিদ্দিকুর রহমান এবং চট্টগ্রাম১০ (ডবলমুরিংহালিশহরপাহাড়তলী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী সেগুপ্তা বুশরা মিশমা, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সালাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম১১ (বন্দর, পতেঙ্গা) আসন থেকে বিএনপির দুই প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন, তারা হলেন এ একে এম আবু তাহের এবং মো. নুর উদ্দীন নাহিদ নিয়াজ। এছাড়াও এই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রিজওয়ানুল ওয়াহেদ মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম(মীরসরাই উপজেলা) আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম এবং চট্টগ্রাম২ ফটিকছড়ি আসন থেকে বিএনপির আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির মোস্তফা কামাল পাশা এবং মো. রফী উদ্দিন ফয়সাল, চট্টগ্রাম৬ রাউজান আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী, চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসন থেকে এ বি পার্টির আবদুর রহমান, চট্টগ্রাম১২ পটিয়া আসন থেকে বিএনপির গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ এবং সৈয়দ সাদাত আহমেদ মনোনয়ন নিয়েছেন, স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছেন পটিয়া আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান। এছাড়াও চট্টগ্রাম১২ পটিয়া আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ নুরুচ্ছফা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আবু তালেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু।

এদিকে চট্টগ্রাম১৩ আনোয়ারা আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু: রেজাউল মোস্তাফা। এদিকে চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসন থেকে বিএনপির দুই প্রার্থী মোহাম্মদ নুরুল আনোয়ার ও এহছানুল মৌলা মনোনয়ন নিয়েছেন। এছাড়াও চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচ এম ইলিয়াছ মনোনয়ন নিয়েছেন। চট্টগ্রাম১৬ বাঁশখালী আসন থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুল মালেক মনোনয়ন ফরম নিয়েছেন।

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছি। আজকে মঙ্গলবার (গতকাল) চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই পর্যন্ত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন থেকে ১০০ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখনও মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের জন্য।

ত্রয়োদাশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি।

কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণ বিক্রির টাকায় কেনা হয় মোটরসাইকেল
পরবর্তী নিবন্ধউদ্বোধনের পর ১১ দিন পার, চালু হয়নি এনজিওগ্রাম মেশিন