ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সপ্তম দিনে গতকাল চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি–জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট ১৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ২৮ জন প্রার্থী।
গতকাল বৃহস্পতিবার এলডিপি সভাপতি কর্ণেল (অব🙂 অলি আহমেদ বীর বিক্রমের ছেলে ওমর ফারুক চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসন থেকে মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এ আসনে অতীতের নির্বাচনগুলোতে কর্ণেল অলি আহমেদ বিএনপি এবং এলডিপি থেকে নির্বাচন করেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের কার্যালয় থেকে গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ জন। চট্টগ্রামের ১০ সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র কার্যালয় থেকে গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন প্রার্থী।
এদিকে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কার্যালয় থেকে গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির নাজিমুর রহমান। চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম–৪ সীতাকুন্ড আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী কাজী মো. সালাহ উদ্দিন, চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসন থেকে বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান। এদিকে চট্টগ্রাম–৫ হাটহাজারী আসন থেকে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আবদুল মালেক এবং চট্টগ্রাম–৮ বোয়ালখালী–চান্দগাঁও আসন থেকে জামায়াতে ইসলামের প্রার্থী মো. আবু নাছের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে চট্টগ্রাম–৫ হাটহাজারী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ ইমাম উদ্দিন এবং চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মিলন কান্তি শর্মা।
চট্টগ্রাম নগরীর পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) হেদায়েত উল্যাহ্ জানান, বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনজন এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনজনসহ মোট ছয় জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম–৪ সীতাকুন্ড আসন থেকে ১ জন, চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসন থেকে ২জন, চট্টগ্রাম–৫ হাটহাজারী আসন থেকে ২ জন, চট্টগ্রাম–৮ বোয়ালখালী–চান্দগাঁও আসন থেকে ১ জনসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসন থেকে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্রসহ ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন।
এদের মধ্যে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী এবং স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ১২ পটিয়া আসন থেকে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক মনোনয়ন ফরম নিয়েছেন। এদিকে চট্টগ্রাম–১২ পটিয়া আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ ফরিদ আলম। এদিকে চট্টগ্রাম–১৪ চন্দনাইশ আসন থেকে মনোনয়ন নিয়েছেন এই আসনের সাবেক এমপি কর্ণেল (অব🙂 ড. অলি আহমেদ বীর বিক্রমের ছেলে এলডিপির প্রার্থী ওমর ফারুক। চট্টগ্রাম–১৪ চন্দনাইশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। চট্টগ্রাম–১৫ সাতকানিয়া–লোহাগাড়া আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির প্রার্থী নাজমুল মোস্তাফা আমীন, মুজিবুর রহমান এবং জামাল হোসেন। চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী।












