চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দলটির মনোনিত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দীনের হাতে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন তিনি দেশে নেমেছেন ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে।দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, বাঁশখালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা পিপি এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












