চট্টগ্রামে ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৫ম বর্ষপূর্তি উদযাপন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে খতমে কোরআন, ওয়াজ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর (বুধবার) জোহরের নামাজের পর কোরআন খতম, আছরের নামাজের পর ওয়াজ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যা সাতটায় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক ডাঃ কামরুল আজাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (চট্টগ্রাম মেট্রো উত্তর) রামেশ্বর দাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো চিফ আলী আহমেদ শাহীন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক জহির উদ্দিন বাবু, পরিচালক পারভেজ আহমেদ, মোঃ মজিবুল্লাহ, জসীম আমীর এবং অন্যান্য নিরাময় কেন্দ্রের পরিচালকগণ। এতে মোনাজাত পরিচালনা করেন তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মোঃ আনিস রায়হান কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।