ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় চট্টগ্রামে ভোটার সংখ্যা বাড়লেও কমেছে ভোটকেন্দ্র ও কক্ষের (বুথ) সংখ্যা। সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার আলোকে নির্বাচন কমিশন আজ ১০ সেপ্টেম্বর নির্বাচনী এলাকাভিত্তিক খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে। চট্টগ্রামে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের আসনভিত্তিক প্রস্তুতকৃত খসড়া ভোটকেন্দ্রের তালিকাও আজ প্রকাশ করা হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খসড়া ভোটকেন্দ্রের তালিকায় চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্র কমেছে ৬৪টি এবং ভোটকক্ষের সংখ্যা কমেছে ১০৭৬টি। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের খসড়া তালিকায় মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৯৫৯টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ১২৬৫৬টি। এর মধ্যে পুরুষ বুথের সংখ্যা ৫৭৬৪টি এবং মহিলা বুথের সংখ্যা ৬৮৯২টি। এবার অস্থায়ী কোনো ভোটকেন্দ্র নেই; তবে অস্থায়ী ভোটকক্ষ রয়েছে ৮৬১টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২০২৩টি। ভোটকক্ষের সংখ্যা ছিল ১৩৭৩২টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১ হাজার ৯৫৮টি। ভোটকক্ষের সংখ্যা ছিল ১১ হাজার ৮৫৪টি। একাদশ সংসদের তুলনায় দ্বাদশে ৬২টি ভোটকেন্দ্র বেড়েছিল। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বাড়লেও কমছে ভোটকেন্দ্রের সংখ্যা।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এখন পর্যন্ত ৬৬ লাখ ৬৮ হাজার ৫১৮ জন নিবন্ধিত ভোটারের তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৪৮ হাজার ৫৪৮ জন এবং মহিলা ভোটার ৩২ লাখ ১৯ হাজার ৯১৭ জন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন।
সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার আলোকে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস কর্তৃক সংসদীয় আসন অনুযায়ী আজকের খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি–আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রাপ্ত দাবি–আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর। দাবি–আপত্তি শেষে ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে।
খসড়া তালিকায় চট্টগ্রাম–১ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১০৪টি। গত নির্বাচনে ছিল ১০৬টি। চট্টগ্রাম–২ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪১টি। গত নির্বাচনে ছিল ১৪২টি। চট্টগ্রাম–৩ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৩টি। গত নির্বাচনে ছিল ৮৪টি। চট্টগ্রাম–৪ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৩টি। গত নির্বাচনে ছিল ১২৪টি। চট্টগ্রাম–৫ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪২টি। গত নির্বাচনে ছিল ১৪৬টি। চট্টগ্রাম–৬ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৪টি। গত নির্বাচনে ছিল ৯৫টি। চট্টগ্রাম–৭ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩টি। গত নির্বাচনে ছিল ১০৩টি। চট্টগ্রাম–৮ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮৮টি। গত নির্বাচনে ছিল ১৮৪টি। এই আসনে ৪টি ভোটকেন্দ্র বেড়েছে। চট্টগ্রাম–৯ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১১৮টি। গত নির্বাচনে ছিল ১৪২টি। চট্টগ্রাম–১০ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৩৮টি। গত নির্বাচনে ছিল ১৪৮টি। চট্টগ্রাম–১১ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪৩টি। গত নির্বাচনে ছিল ১৫২টি। চট্টগ্রাম–১২ আসনে এবার পূর্বের ১০৮টি ভোটকেন্দ্র বহাল রাখা হয়েছে। চট্টগ্রাম–১৩ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১১৭টি। গত নির্বাচনে ছিল ১১৮টি। চট্টগ্রাম–১৪ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৯টি। গত নির্বাচনে ছিল ১০০টি। চট্টগ্রাম–১৫ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৫৬টি। গত নির্বাচনে ছিল ১৫৭টি। চট্টগ্রাম–১৬ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১১২টি। গত নির্বাচনে ছিল ১১৪টি।
 
        
