চট্টগ্রাম জার্নালিস্ট স্পোর্টস ক্লাব আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন ফুটবল টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে।
মোট ১২ টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে দুটো খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ৩-২ গোলে কামালউদ্দিন স্মৃতি ভেটারেন ক্লাবকে পরাজিত করে।
পরের খেলায় ইউসুফ বলি স্মৃতি সংসদ ৩-১ গোলে চান্দগাঁও খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এবং দেবাশীষ বড়ুয়া দেবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের স্পন্সর মশিউল আলম স্বপন।
আজ বিকেল ৩ টায় চকবাজার স্পোর্টিং ক্লাব বনাম মোহরা ভেটারেন ফুটবল একাদশ, বিকেল ৪ টায় চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশনের মধ্যে খেলা হবে। দুটো খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।