চট্টগ্রামে ব্যবসায়ীকে ফাঁদে ফেলে চাঁদাবাজি, দুইজন গ্রেপ্তার

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৮:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ফাঁদে ফেলে এক মুরগী ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পৃথক অভিযানে বাকলিয়া ও পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—সুলতানা আক্তার জেসি (২৪) ও হাবিবুর রহমান (২২)। পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ অক্টোবর বিকেলে বাদী জিয়াউল হককে (৪৬) ফোন করে সুলতানা আক্তার জানায়, তার গায়ে গরম পানি পড়েছে এবং চিকিৎসার জন্য অর্থ দরকার। পরে ওই ব্যবসায়ী নগদ এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে সুলতানার বাসায় যান।

বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তিনজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মিলে তারা ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ভীতির মধ্যে তিনি সঙ্গে থাকা টাকা দিয়ে দেন। এরপর বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করে চক্রটি।

ঘটনার পর জিয়াউল হক পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানার ফুলকলি এলাকা থেকে সুলতানা আক্তারকে গ্রেপ্তার করে এবং তার বোনের বাসা থেকে উদ্ধার করে ১২ হাজার টাকা। পরে তার দেখানো মতে মোহাম্মদপুর এলাকা থেকে সহযোগী হাবিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমন দত্ত জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধযুবলীগ নেতাকে দেখতে গিয়ে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে সরকারবিরোধী স্লোগান, আটক ৭