চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা বহিষ্কার

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৯:২৬ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগরের তিন নেতাকে সাম্প্রতিক অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদচ্যুত করা হয়েছে তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের উপর দাঁড়ানো এই আন্দোলনের কোনো সদস্যের এমন কর্মকাণ্ড জনমনে প্রশ্ন তোলে।”

এছাড়াও, বন্দর থানায় এক ব্যবসায়ীকে হেনস্তা ও চাঁদাবাজির অভিযোগে আবুল বাছির নাঈমকে সংগঠনের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ‘চ্যানেল টুয়েন্টি ফোর’–এ প্রকাশিত একটি প্রতিবেদনে চাঁদাবাজির অভিযোগ এবং ডবলমুরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার সিকদারকে সংগঠক পদ থেকে বহিষ্কার করা হয়।

সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংগঠনের ভাবমূর্তি রক্ষায় ও আদর্শ টিকিয়ে রাখতে এ ধরনের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। ভবিষ্যতে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ঘরের দেয়াল চাপায় দিনমজুরের মৃত্যু
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা, কলেজছাত্র নিহত