চট্টগ্রামে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা নতুন শনাক্ত ২২৬

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুন, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৯৯০টি নমুনা পরীক্ষায় আরো ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটি চলতি মাসে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর মধ্যে ১৩১ জন নগরীর ও ৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৩৯৭ জনে। আক্রান্তদের মধ্যে ৪৪ হাজার ৩৫৯ জন নগরীর ও ১২ হাজার ৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। গত বছরের ৩ এপ্রিল থেকে এ নিয়ে ৬৬২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে । এর মধ্যে ৪৬৩ জন নগরীর ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ৭ দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় রাঙ্গুনিয়ায় সর্বোচ্চ ২০, মীরসরাইয়ে ১৪, আনোয়ারায় ১৩, রাউজানে ১২, ফটিকছড়িতে ১১, হাটহাজারীতে ১০, সীতাকুণ্ডে ৯, বোয়ালখালী ও সাতকানিয়ায় ২ জন করে এবং লোহাগাড়া ও বাঁশখালীতে একজন করে করোনা শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ মাসের প্রথম ২১ দিনে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৪০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪ জন মারা যান ১৭ জুন। মৃত্যুশূন্য ছিল তিনদিন। করোনার দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হার রেকর্ড হয় ১৩ জুন। ২৪ দশমিক ৫৯ শতাংশ। এদিন মাসের দ্বিতীয় সর্বোচ্চ ২২৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।
গত শুক্রবারের সংক্রমণ হার এ মাসের তৃতীয় সর্বোচ্চ। একদিনে সবচেয়ে কম আক্রান্ত শনাক্ত হয় ৬ জুন, ৬০ জন। সংক্রমণ হার ছিল ১৩ দশমিক ০৭ শতাংশ। মাসের সর্বনিম্ন ৯ দশমিক ০৪ শতাংশ সংক্রমণ হার রেকর্ড হয় ১২ জুন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মঙ্গলবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ৭১, চট্টগ্রামে ৫৫ শতাংশ বস্তিবাসীর শরীরে অ্যান্টিবডি
পরবর্তী নিবন্ধসমুদ্রের তলদেশে বসেছে ১৩৫ কিমি পাইপলাইন